নেত্রকোনায় নতুন করে শনাক্ত হয়েছে ৪২ জন। মারা গেছেন একজন। গত চব্বিশ ঘন্টায় ময়মনসিংহ ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে ১৭৯ টি। এর মধ্যে ৯ জন শনাক্ত হয়। জেলায় জিন এক্সপার্ট টেষ্ট করা হয় নাই জেলায় কোভিড র্যাপিড এন্টিজেন টেষ্ট করা হয়েছে ১০৭ জনের। শনাক্তকৃত ৩৩ জন।
গতকাল মোট পরীক্ষিত নমুনার সংখ্যা- ২৮৬ টি। মোট শনাক্তকৃত ৪২ জনের মধ্যে ২১ জন পুরুষ ও ২১ জন নারী।শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ২৪ জন, কলমাকান্দায় ৬ জন, বারহাট্টায় ৩ জন, আটপাড়ায় ১ জন, মদনে ২ জন, কেন্দুয়ায় ২ জন ও দুর্গাপুরে ৪ জন।
এছাড়াও গত চব্বিশ ঘন্টায় জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ২৪৪+৭৩=৩১৭ টি। (ময়মনসিংহ মেডিকেল কলেজে স্যাম্পল দিয়েছেন-৭৩জন)। এ পর্যন্ত পরীক্ষাগারে মোট নমুনার সংখ্যা ১৯৭৩৯ টি। এ পর্যন্ত ১৯৩৪০টির রির্পোট পাওয়া গেছে। জেলায় শনাক্তকৃত সর্বমোট ১৭৯৭ জন। (৯.২৯%) এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১১৯৪ জন।
মারা গেচেহ্ন কলমাকান্দা উপজেলার সিধলী শেওডাউন্দ গ্রামের ৯৬ বছর বয়সী একজন পুরুষ। তিনি গত ১ জুলাই নমুনা পরীক্ষা করে পজিটিভ হওয়ার পর থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। এ পর্যন্ত জেলায় মৃত্যু হয়েছে ৩৩ জনের।