নেত্রকোনায় লক ডাউন কার্যকর করতে মোবাইল কোর্ট পরিচালনা করছে স্থানীয় প্রশাসন। অহেতুক ঘুরাঘুরি সহ নানা বাহানায় মানুষের বের হওয়া বন্ধ করতেই শহরের মোড়ে মোড়ে পরিচালিত হয়েছে মোবাইল কোর্ট।
সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মাসুদা আক্তার এই মোবাইল কোর্ট পরিচালনার নির্বাহী ম্যাজিস্ট্রেট।
মোক্তারপাড়া পৌরসভার মোড়, শহীদ মিনার মোড় সহ বিভিন্ন স্থানে অহেতুক বের হওয়া মোটরসাইকেল আরোহী ও রিকশা আরোহীদের আটকে দিচ্ছে প্রশাসন। এসময় মোট চারটি মামলা দেয়া হয়। সতর্কতা মুলক ৯০০ টাকা জরিমানা করা হয়।
সকাল থেকে মানুষের ঘুরাঘুরি বেড়ে যাওয়ায় দুপুর থেকে কড়াকড়ি অবস্থা জারি রাখতেই এই মোবাইল কোর্টে নেমেছেন তারা। বাজার হাসপাতাল ছাড়া যারা বাইরে ঘুরছেন সঠিক তথ্য দিতে না পারলে মামলা সহ জরিমানা আদায় করছেন।