স্বাস্থ্য সুরক্ষার জন্য তরুণদের নিয়ে ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয়েছে। নেত্রকোনা রানার্স কমিউনিটি কর্তৃক আয়োজিত ৭.৫ কিলোমিটার মিনি ম্যারাথন দৌড়ে মোট ১১০ জন অংশ নিয়েছেন। আজ শুক্রবার সকালে নেত্রকোনা বিএডিসি ফার্ম থেকে এই মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়৷
এতে ৪০ উর্দ্ধে ৪র্থ স্হান ও সকল নিয়মিত রানার্সদের সাথে যৌথভাবে ২৫ তম হয়েছেন আয়োজক কমিটির প্রধান পৃষ্ঠপোষকতাকারী জহিরুল কবীর শাহীন। এর আগে গত এক সপ্তাহ ধরে ৪১০ টাকা করে রেজিষ্ট্রেশনের মাধ্যমে অংশ গ্রহণকারীদেরকে নিশ্চিত করা হয়।
আজ শুক্রবার সকালে বিএডিসি ফার্ম এলাকায় আয়োজিত ম্যারাথন শুরু করে সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের প্রাইমারি স্কুল পরিদর্শন করে পুনরায় ফার্মে ফিরে আসে। সে পর্যন্ত সার্বিক সহায়তা করে নেত্রকোনা পুলিশ প্রশাসন।
পরে ফিনিশারদের মাঝে মেডেল বিতরণ করা হয়। এ সময় দৌড়ে অংশ গ্রহণ কারীদের মাঝে মেডেল পরিয়ে দেন অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল। উপস্থিত ছিলেন বিএডিসি পরিচালক রেজাউল করীমসহ অন্যরা।