নেত্রকোনা মদন সড়কে হঠাৎ সিএনজি অটো রিকশায় আগুন। এতে করে ফেরদৌস মিয়া (৩৫) নামের চালক আহত হয়েছেন। পরে স্থানীয়রা সিএনজিটিকে ঠেলে সড়কের পাশে ফেলে রাখে এবং আহত চালককে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
শুক্রবার (০৭ মে) বেলা ১২ টায় নেত্রকোনা সদর উপজেলার লক্ষীগঞ্জ উইনিয়নের মৌজেবালি নামক স্থানে এই দূঘটনাটি ঘটে। তবে সিএনজিতে কোন যাত্রী ছিলেন না। এটিতে মালামাল নিয়ে নেত্রকোনা থেকে ছেড়ে যাচ্ছিল মদনের দিকে।
এ ব্যাপারে নেত্রকানা ফায়ার ষ্টেশনের কর্মী মো. সুজন মিয়া জানান, স্থানীয়রা দেখতে পান হঠাৎ চলন্ত সিএনজিটিতে আগুন ধরে গেছে। পরে সেটিকে আটকে চালককে নামিয়ে সিএনজিটি সড়কের পাশে ফেলে দেন। যাতে অন্য কোন গাড়ি বা মানুষ বিপদে না পড়েন। এরপর আমাদেরকে জানালে আমাদের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে পারি। আগুন লাগার ঘটনিটি গাড়ির ইঞ্জিনের ওয়ারিং থেকে হয়েছে। চালক অল্প আহত হলেও স্থানীয়রা আমাদেরকে খবর দেয়ার আগেই হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। চালকের বাড়ি কেন্দুয়া উপজেলা নয়াপাড়া গ্রামে।