নেত্রকোনায় সমাজ কল্যাণ মন্ত্রনালয়ের আওতায় কিডনি, লিভার সিরোসিস, ষ্টোকে প্যারালাইজডসহ ৬টি রোগে আক্রান্তদের মাঝে চেক বিতরণ করা হয়। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় জেলা শহরের মোক্তারপাড়াস্থ পাবলিক হল মিলনায়তনে এ চেক বিতরণ অনুষ্ঠিত হয়। চেক বিতরণ করেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি।
জনপ্রতি প্রত্যেক রোগীকে ৫০ হাজার টাকা করে ৩৩৭ জন রোগীকে মোট ১ কোটি ৬৮ লক্ষ ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়। এ সময় জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমানের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলার একজন রোগীও বিনা চিকিৎসায় মারা যাবে না। একজন লোকও না খেয়ে থাকবে না।
বঙ্গবন্ধু ভালোবাসতেন মানুষকে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাও ভালোবাসেন মানুষকে। তিনি প্রধানমন্ত্রীর জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।