নেত্রকোনার পূর্বধলায় মায়ের সঙ্গে অভিমান করে রূপালী (১৬) নামের এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সোমবার (১৮ জানুয়ারি) সকাল ৭টার দিকে উপজেলার জারিয়া ইউনিয়নের বাড়হা পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। রূপালী ওই গ্রামের মো. দুলাল মিয়ার মেয়ে।
নিহতের পরিবার ও পুলিশ সুত্রে জানাযায়, রূপালী প্রতিদিনের মতো পরিবারের সাথে রবিবার রাতের খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়ে। সোমবার সকালে ঘুম থেকে উঠতে দেরী হওয়ায় তার মা কয়েকবার ডাকাডাকি করলে সে ঘুম থেকে উঠে আবারও শুয়ে পড়ে। এতে রূপালীর মা কিছুটা মেয়েকে বকুনি দেয়। কিছুণ পর রূপালীর বাবা দুলাল মিয়া ঘরে এসে দেখেন তার মেয়ে ঘরের আড়ায় গলায় ওড়না পেচিঁয়ে ফাঁসিতে ঝুলছে।
পূর্বধলা থানার উপ-পরিদর্শক (এসআই) এমএ জাহেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পরিবার ও এলাকাবাসীর আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।