মো. আল মুনসুর, পূর্বধলা:
নেত্রকোনার পূর্বধলায় গৃহবধূকে শ্লীলতাহানীর অভিযোগে আজ রোববার বিকালে হক মিয়া (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত হক মিয়া উপজেলার আগিয়া ইউনিয়নের কালডোয়ার গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে।
জানাযায়, গত এক সপ্তাহ আগে স্থানীয় ওই গৃহবধূর স্বামী মসজিদে ফজরের নামাজ পড়তে গেলে এ সুযোগে হক মিয়া গৃহবধূকে শ্লীলতাহানীসহ ধর্ষনের চেষ্ঠা করে। এসময় তার ডাক চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে আসলে হক মিয়া পালিয়ে যায়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম রুবেল জানান, ঘটনার কয়েক ঘন্টা পরই গ্রামের লোকজন হক মিয়াকে বাড়ি থেকে ডেকে এনে আটক করে। খবর পেয়ে তিনিসহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিরা ঘটনাস্থলে গিয়ে মিমাংসার প্রক্রিয়া করে হক মিয়াকে ছাড়িয়ে নেন। এর পর বিষয়টি মিমাংসা না হওয়া মামলা পর্যন্ত গড়ায়।
পূর্বধলা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের প্রেক্ষিতে তাকে আটক করা হয়েছে এবং এ বিষয়ে পূর্বধলা থানায় মামলা রুজু করা হয়েছে।