Saturday, October 12, 2024
মূলপাতাঅন্যান্যপূর্বধলায় প্রশাসনের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

পূর্বধলায় প্রশাসনের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

মোঃ আল মুনসুর, পূর্বধলা:
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় করোনা প্রতিরোধে শনিবার (৩ জুলাই) দুপুরে ১৫৪ কর্মহীন মানুষকে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী সহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন।

চলমান লকডাউনে পূর্বধলা বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী, চা বিক্রেতা, সেলুনের কারিগর, রিক্সা-ভ্যান-অটো চালকের আয় বন্ধ হয়ে যাওয়ায় ১ম ধাপে ১৫৪ জনকে এ সহায়তা দেওয়া হয়।

পূর্বধলা জেএম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে প্রত্যেককে দশ কেজি চাল, এক কেজি করে আলু, পেঁয়াজ, ডাল, সয়াবিন তেল, লবণ, চিড়া ও একটি সাবান দেওয়া হয়।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে এবং উপজেলা প্রশাসনের আয়োজনে বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহম্মদ রাজ্জাক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন সুলতানা সুমি আকন্দ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, পূর্বধলা জেএম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধাংশু শেখর তালুকদার প্রমুখ।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments