নেত্রকোনায় হতদরিদ্রদের চিকিৎসায় এগিয়ে গেলেন জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও শিক্ষা অনুরাগী কামরুন্নেসা আশরাফ দিনা। নেত্রকোনা সদর হাসপাতালে পুরুষ ওয়ার্ডে দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন সদর উপজেলার ঠাকুরকোনা ইউনিয়নের দূর্গাশ্রম গ্রামের মৃত ইসলাম উদ্দিনের ছেলে আশরাফুল ইসলাম।
তিনি এক সময় ঢাকায় গার্মেন্টসে কর্মরত থাকা অবস্থায় অসুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন। এরপর থেকেই ব্যয়বহুল চিকিৎসা করতে গিয়ে অনেকটাই সহায়-সম্বলহীন হয়ে স্ত্রী ও দুই সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। বর্তমানে তার বাম পা পচে নষ্ট হয়ে গিয়েছে।