নেত্রকোনা কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম প্রহরে আলোক প্রজ্জ্বলন করেছেন পৌর মেয়র নজরুল ইসলাম খান। পরে একে একে ফুল দিয়ে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ শ্রদ্ধাঞ্জলি জানান।
প্রথমেই সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু, জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান, সংরক্ষিত আসনের এমপি হাবিবা রহমান খান শেফালী, পুলিশ সুপার মো. আকবর আলী মুনসী শ্রদ্ধা নিবেদন করেন।
পরে জেলা পরিষদের চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আমীন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তফসির উদ্দিন খানসহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা এক-এক করে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এদিকে অমর একুশে পালন উপলক্ষে জেলায় আইন শৃঙ্খলা কয়েক স্তরের নিরাপত্তা বলয় তৈরি করেছে।