মাছ ধরতে গিয়ে কংশ নদীতে ডুবে নিখোঁজের ৮ দিন পর ভেসে উঠলো মাসুদ মিয়া (২২) নামের যুবকের লাশ। বৃহস্পতিবার (৮ জুলাই ) দুপুরে নেত্রকোনার বারহাট্টা উপজেলা ও কলমাকান্দা উপজেলার সীমানা হাজিগঞ্জে ভেসে ওঠে লাশটি। মাসুদ নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরোকোনা ইউনিয়নের বেতাটি গ্রামের দুদু মিয়ার ছেলে।
এর আগে ৩০ জুন বাড়ির অদূরে কংশ নদীতে মাছ ধরতে গিয়ে নৌকা থেকে পানিতে পড়ে নিখোঁজ হন তিনি। পরিবারের লোকজন ও স্বজনরা অনেক খোঁজাখুজি করে না পেয়ে থানায় খবর দিলে ২ জুলাই ফায়ার সার্ভিসের মাধ্যমে কিশোরগঞ্জের একটি ডুবুরী দল নিখোঁজ হওয়া স্থানে বেতাটি গ্রামে কংশ নদীতে অভিযান চালায়। দিনব্যাপী লাশের সন্ধান না পেয়ে বিকালে উদ্ধার তৎপরতা বন্ধ করে দেয়। কিন্তু পরিবারের লোকজন খুঁজতে থাকে মাসুদকে।
বৃহস্পতিবার হাজিগঞ্জে লাশ ভেসে ওঠার খবরে স্বজনরা গিয়ে লাশ শনাক্ত করে। নেত্রকোনা মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।