যথাযথভাবে লকডাউন বাস্তবায়নের লক্ষ্যে নেত্রকোনায় ১৩ টি পয়েন্টে নির্বারণ করেছে প্রশাসন। সোমবার (২৮ জুন) সকাল থেকে শহরের বিভিন্ন পয়েন্টে শুরু হয়েছে সচেতনতা। আন্তঃজেলা বাস টার্মিনাল সহ যানবাহন চলচল বন্ধে মাঠে নেমেছে প্রশাসন।
এ সময় নেত্রকোনা পৌরসভার নেতৃত্বে সকল স্তরের দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, এনজিও, পরিবহন মালিক সমিতি, দোকান মালিক সমিতি ও অন্যান্য সংগঠনের প্রতিনিধিদের নির্দেশনা মানার জন্য আহবান জানানো হয়।
পৌরসভার পক্ষে প্যানেল মেয়র এস এম মহসীন আলমের নেতৃত্বে শহরের প্রধান প্রবেশ পথ পারলা বাসস্ট্যান্ড থেকে শুরু করে ১৩ টি পয়েন্টে ভাগ করা হয়।
এতে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও একজন করে কাউন্সিলর থাকবেন এক একটি পয়েন্টে।
সাথে থাকবে সদরের একজন পুলিশ সদস্য, পৌরসভার স্বেচ্ছাসেবী, এনজিও প্রতিনিধি ও বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের ভলান্টিাররা। আগামী নিদের্শনা না আসা পর্যন্ত এই কার্যক্রম বলবৎ থাকবে বলেও জানা যায়। সেই সাথে জেলার ১০ উপজেলায়ও স্থানীয়ভাবে একই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।