Sunday, December 15, 2024
মূলপাতাঅন্যান্যলেখাপড়ার পাশাপাশি খেলাধুলা চর্চা করতে হবে শিক্ষার্থীদের উদ্দেশে -অসীম কুমার উকিল

লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা চর্চা করতে হবে শিক্ষার্থীদের উদ্দেশে -অসীম কুমার উকিল

হুমায়ুন কবির, কেন্দুয়
মুজিববর্ষ উদযাপন উপলক্ষে নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল শনিবার (২৩জানুয়ারী) কেন্দুয়া উপজেলার গন্ডা দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন উদ্বোধন উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন,পাঠ্যপুস্তকের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবেনা। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা চর্চা করতে হবে। শুধু শিক্ষিত হলে হবেনা সু-শিক্ষায় শিক্ষিত হতে হবে।

এ সময় তিনি ড.মুহাম্মদ জাফর ইকবাল ও
হুমায়ুন আহমেদ সম্পর্কে শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, তারা জিপিএ ৫ এর চিন্তা করেননি। তারা সু-শিক্ষায় শিক্ষিত হয়েছে।তাদের পথে শিক্ষাথীদের হাটতে বলেন।

এছাড়াও তিনি স্থানীয় রাজনৈতিক দলের নেতা কর্মীদের উদ্দেশ্য বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ইউপি নির্বাচনে নৌকা যার হাতেই তুলে দেবেন, সেই নৌকা প্রতীকের প্রার্থীর নির্বাচন করতে হবে। বিদ্রেহী হয়ে ইউপি নির্বাচন করা যাবেনা।

আমি সততার সঙ্গে জনগনের সেবা করতে চাই। পাশাপাশি আগামী ইউপি নির্বাচনে নৌকা মার্কায় তিনি ভোট চাইলেন।

এছাড়াও বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি সাজিদুল ইসলাম সনজুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দুয়া উপজেলা আ.লীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভুঞা,সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আসাদুলহক ভুঞাসহ দলীয় নেতাকর্মী।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments