বাউল সাধক শাহ আবদুল করিমের ১০৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে নেত্রকোনায় লোকসংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় নেত্রকোনার বড় পুকুরপাড় উদীচী কার্যালয়ে এই লোকসংগীতের আয়োজন করা হয়। এতে সাধকের নানা গান নিয়ে বাউল এবং স্থানীয় শিল্পীরা মধ্যরাত পর্যন্ত নানা গান পরিবেশন করেন। এই গুনী সাধকের জীবনী নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই আয়োজন বলে জানান আয়োজকরা।
বাউল সিরাজ উদ্দিন খান পাঠান, বিটিভির নিয়মিত শিল্পী আবুল বাশার, লালন গীতি পিয়া বৈশ্য, স্থানীয় উদীচীর সাধারণ সম্পাদক অসীত ঘোষসহ একক ও সমবেত কন্ঠে শিল্পীরা গান পরিবেশন করেন।