Sunday, November 10, 2024
মূলপাতাঅন্যান্যসেতু এখন মরণ ফাঁদ

সেতু এখন মরণ ফাঁদ

নেত্রকোনা থেকে মদন উপজেলা পর্যন্ত রয়েছে ৩২ কিলোমিটার সড়ক। আর এই সড়কদিয়ে জেলার হাওর উপজেলা মদন, খালিয়াজুরী ও সিলেটের শাল্লা, ধিরাই, সুনামগঞ্জ,কিশোরগঞ্জের ইটনা মিটামইনসহ বিভিন্ন অঞ্চলের মানুষ যাতায়াত করে।

এসকল অঞ্চলগুলোর যোগাযোগের তেমন কোন সড়ক না থাকায় চলাচলের একমাত্র মাধ্যম এই সড়কটি। সড়কটিতে মদনের বয়রালা নদীর উপর ১৯৯৫ সালে নির্মিত হয় ৯৫মিটার দৈর্ঘ্য ১২ ফুট প্রস্থ বেইলী সেতু।


বর্তমানে সেতুটিতে ৫ টন ওজনের অধিক যানবাহন চলাচলে নিষেদাজ্ঞা থাকলেও চলাচল করছে ২৫ থেকে ৩০ টনেরও বেশী ভারী যানবাহন।

এতে কিছু দিন পরপর পাটাতন ভেঙ্গে সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পরে। এ সময় ভোগান্তিতে পরেন সাধারন মানুষ।

এদিকে বেইলী ব্রীজটি পাকা সেতুেত রুপান্তর করতে ইতোামধ্যে টেন্ডার আহবান করা হয়েছে। অচিরেই সেতু নির্মানে কাজ ধরা হবে বলে জানিয়েছেন প্রকৌশলী। মোঃ হামিদুল ইসলাম

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments