সোহান আহমেদ:
বারহাট্টা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন করতে না পেরে একই স্থানে আওয়ামী লীগ পাল্টা কর্মসূচী ঘোষনার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বিক্ষুব্ধ বিএনপির নেতাকর্মীরা। সোমবার দুপুরে শহরের জয়নগরস্থ জেলা বিএনপির আহবায়কের বাসভবনে নেত্রকোনা জেলা বিএনপির আয়োজনে এ সংবাদ সম্মেলনের করা হয়।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির আহবায়ক বিশিষ্ট অর্থোপেডিক চিকিৎসক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক বলেন, এক সপ্তাহ পূর্বে বারহাট্টা উজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে ২১ নভেম্বর বেলা ২টায় অনুষ্ঠানের জন্য প্রশাসনের কাছে লিখিত আবেদন করা হলেও প্রশাসনের মৌখিক অনুমতি সাপেক্ষে সম্মেলনের যাবতীয় প্রস্তুতি নেয়া হয়।
২০ নভেম্বর পুলিশ প্রশাসন বিএনপির নেতাদের জানায়, একই দিনে আওয়ামীলীগ পাল্টা কর্মী সভা আহবান করায় বিএনপির সম্মেলনের উপর মৌখিক নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। ফলে জেলা বিএনপির সম্মেলন পন্ড হয়ে গেছে। তিনি সংবাদ সম্মেলনে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ মজিবুর রহমান খান, তাজেজুল ইসলাম ফারাস সুজাত, বজলুর রহমান পাঠান, এস এম মনিরুজ্জামান দুদু, জেলা কৃষক দলের সভাপতি সালাহ্উদ্দিন খান মিল্কী, জেলা যুবদলের সভাপতি মশিউর রহমান মশু, সহ-সভাপতি শরীফুজ্জামান ফকির, সম্পাদক শাহাবুদ্দিন রিপন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলায়মান হোসেন রুবেল, জেলা তাতীদলের সভাপতি সাইফ উদ্দিন আহমেদ লেলিন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আজহারুল ইসলাম কমল, সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ তোফায়েল মীর, সদর উপজেলা যুবদলের সভাপতি ফারুক আহমেদ, পৌর ছাত্রদল নেতা মশিউর রহমান বাপ্পীসহ আরো অনেকেই।