নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সীমান্তবর্তী পাতলাবন এলাকার মহাদেও নদীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে।
এসময় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে শামীম আহমেদ (৩৫) নামের এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার সন্ধ্যা অভিযানটি পরিচালিত হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহেল রানা এ সাজা দেন।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, গোপন সংবাদের খবরে পাতলাবন এলাকায় মহাদেও নদীতে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত।
তখন দেখা যায় অবৈধ ভাবে বালু উত্তোলন করছেন শামীম আহমেদ নামের এক ব্যবসায়ী।
এসময় ভ্রাম্যমাণ আদালতের হাতে নাতে ধরা পড়ায় শামীম আহমেদকে জরিমানা করা হয়। শামীম তাৎক্ষণিকভাবে জরিমানা পরিশোধ করেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মো. সোহেল রানা সাংবাদিকদের বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তাকে সতর্কতা মূলক এই অর্থদণ্ড দেয়া হয়েছে। ভবিষ্যতে আবারও ধরা পড়লে বড়৷ সাজা দেয়া হবে।