বিভিন্ন অ্যাপস ব্যবহারের মাধ্যমে সরকারি ও অন্যান্য প্রতিষ্ঠানের সেবা প্রাপ্তিতে যুবদের আইসিটি দক্ষতা ও সামাজিকরণ বিষয়ক দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
রবিবার (২৭ জুন) সকাল ১১ টায় শহরের কাটলি এলাকায় নারী প্রগতি সংঘের কার্যালয়ে প্রশিক্ষণ কর্মশালাটির উদ্বোধন করেন পৌর মেয়র নজরুল ইসলাম খান।
ঢাকার আইইডির সহযোগিতায় নেত্রকোনা জনউদ্যোগ এই প্রশিক্ষণের আয়োজন করেছে।
এতে জেলা সদরের ২০ জন যুবক নারী পুরুষ অংশ নিয়েছেন।
প্রশিক্ষণ পরিচালনা করছেন সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার খন্দকার মোতাহার হোসেন। এসময় জনউদ্যোগের আহবায়ক মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরীর সভাপতিত্বে নারী প্রগতি সংঘের ব্যবস্থাপক যুব সংগঠক মৃণাল কান্তি চক্রবর্তী, জনউদ্যোগ ফেলো শ্যামলেন্দু পাল, সাংবাদিক আলপনা বেগমসহ সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।