গত এক দশকের সেরা ক্রিকেট একাদশ প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।দশক সেরা ওয়ানডে একাদশে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে স্থান পেয়েছেন সাকিব আল হাসান।
রবিবার দুপুরে আইসিসি চলতি দশকের সেরা ওয়ানডে দল ঘোষণা করে। দশক সেরা ওয়ানডে দলে রয়েছেন রোহিত শর্মা, ডেভিড ওয়ার্নার, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, সাকিব আল হাসান, মাহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), বেন স্টোকস, মিচেল স্টার্ক, ট্রেন্ট বোল্ট, ইমরান তাহির, লাসিথ মালিঙ্গা।
আইসিসির ভোটিং অ্যাকাডেমির সাংবাদিক ও সম্প্রচারকদের ভোটে দশক সেরা দল নির্বাচিত করা হয়েছে। ২০১০ সালের পহেলা জানুয়ারি থেকে ২০২০ সালের ৭ অক্টোবর পর্যন্ত পারফরম্যান্সের ভিত্তিতে এ দল নির্বাচন করা হয়েছে।
২০১০ থেকে ২০২০ সাল পর্যন্ত সাকিব আল হাসান ১৩১টি ওয়ানডে খেলেছেন। এ সময়ে তিনি ৪ হাজার ২৭৬ রান করেছেন। গড় রান ৩৮.৮৭, সেঞ্চুরি আছে ৫টি।