হুমায়ুন কবির, কেন্দুয়া:
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ১২নং রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে নৌকার মনোনয়ন প্রত্যাশী হিসেবে মাঠে কাজ করছেন ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মো.লুৎফর রহমান আকন্দ শনিবার রোয়াইলবাড়ী আমতলা ইউনিয়নের রাজনগর গ্রামে দলীয় নেতাকর্মী ও সমর্থক নিয়ে এলাকায় গণসংযোগ করেছেন।
নৌকার মনোনয়ন প্রত্যাশী মো. লুৎফর রহমান আকন্দ বলেন, প্রতিদিন তিনি দলীয় লোকজন ও কর্মীসমর্থকদের সাথে নিয়ে মানুষের কাছে যাচ্ছেন এবং মতবিনিময় ও উঠোন বৈঠক করেছেন।
তিনি আরো বলেন,দলীয় হাইকমান্ড যদি আমাকে মনোনয়ন দেন তাহলে রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের নৌকার বিজয় সুনিশ্চিত হবে।