“আমরা গর্বিত আমি এই অঞ্চলের সন্তান ” এই প্রতিপাদ্য নিয়ে নিজ জেলার ইতিহাস ঐতিহ্য সম্পর্কে নতুন প্রজন্মের মাঝে ধারণ করাতেই নেত্রকোনায় বক্তৃতা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার স্কুল টাইম শেষে বিকালে রাজুর বাজার কলেজিয়েট স্কুলে ওই স্কুলের শিক্ষার্থীদের নিয়ে এমন প্রতিযোগিতার আয়োজন করে আহির বাংলা নামে একটি পালাকার সংগঠন।
তাদের মূল প্রতিপাদ্য হচ্ছে বিশ্ব আসরও গাইবে একদিন বঙ্গের গীতখানি।
এই স্লোগানে দেশের বিভিন্ন স্থানে ওই এলাকার ইতিহাস ঐতিহ্য নিয়ে এমন আয়োজন করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় নেত্রকোনায় হিমু পাঠক আড্ডার সহযোগিতায় শহরের রাজুরবাজার কলেজিয়েট স্কুলে জেলা সমন্বয়কারী হিসেবে সাংস্কৃতিক ব্যক্তিত্ব জুয়েল রানা রচনা ও বক্তৃতা অনুষ্ঠানে সমন্বয়কের দায়িত্ব পালন করেন।
এ উপলক্ষে স্কুলের শ্রেণি কক্ষে শিক্ষার্থীদের উপস্থিতিতে ছেলে মেয়েদের মাঝে “আমি গর্বিত আমি এই অঞ্চলের সন্তান” বিষয়ে প্রথমে উপস্থিত বক্তৃতার আয়োজন করা হয়।
তাদের মধ্য থেকে বাছাই করে তিনজন বক্তাকে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করায় আহির বাংলার সনদপত্র প্রদান করা হয়।
পরে একই বিষয়ে রচনা প্রতিযোগিতায় তিনজনকে বাছাই করা হয়। সবশেষে বিজয়ীদেরকে সনদপত্র ও গাছের চারা উপহার হিসেবে প্রদান করা হয়।
প্রতিযোগিতায় স্কুলের শিক্ষরাই বিচারকের দায়িত্ব পালন করেন। স্কুলের অধ্যক্ষ মো. গোলাম মোস্তফা শিশুদের হাতে উপহার তুলে দেন।
এদিকে শিশুরাও এই আয়োজনের মধ্যে দিয়ে বক্তৃতা দেয়ার সাহস সঞ্চয় করে আনন্দিত।
এসময় বক্তৃতায় অধ্যক্ষ বলেন, এভাবেই নতুন প্রজন্মকে এলাকার ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানান দেয়া যাবে খুব সহজেই।
অনুষ্ঠানে স্কুলের শিক্ষক শিক্ষার্থী ছাড়াও উপস্থিত ছিলেন হিমু পাঠক আড্ডার পরিচালক সাংবাদিক আলপনা বেগম, এখন টেলিভিশনের সাংবাদিক রিফাত আহমেদ রাসেল, দেশ রূপান্তর পত্রিকার সাংবাদিক নুরুল আলম কামাল প্রমুখ।