আসন্ন ঈদুল ফিতরে ঘর মুখি এবং ঈদ শেষ কর্মস্থলে ফেরা মানুষের যাত্রা নির্ভিঘ্ন রাখতে প্রশাসন সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেছে।
বুধবার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে সড়ক দুর্ঘটনারোধে আইন মানতে সচেতনতাসহ নানা পদক্ষেপ নেয়ার বিষয় গুলো ওঠে আসে। সেইসাথে শহরে ইজিবাইকের বেপরোয়া গতি ও যানজটের বিষয়টি গুরুত্ব দিয়ে আলোচনায় ওঠে আসলেও ইজিবাইক মালিক সমিতি বা শ্রমিক সমিতির কোন নেতাকর্মী আসে নি জেলা প্রশাসনের সভায়।
জেলা প্রশাসক শাহেদ পারভেজ তাদের সংগঠনের পক্ষ থেকে কার্যক্রম জানতে নাম ধরে ডেকেও কাউকে পাননি।
এছাড়াও চুরি ছিনতাই রোধে সচেতনতা কার্যক্রম নিয়ে কথা হয় সভায়।
ঈদ উপলক্ষে নেত্রকোনা জেলা প্রশাসনের উদ্যোগে পুলিশের নানা ধরনের কার্যক্রমের পাশাপাশি মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলেও সভায় জানানো হয়।
সভায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও আইনশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন পদক্ষেপের কথা জানান অতিরিক্ত পুলিশ সুপার মো লুৎফর রহমান।