নেত্রকোনায় ঈদের ছুটিতে নানার বাড়ি বেড়াতে এসে খালের পানিতে ডুবে জোনাকি আক্তার (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে । একই সাথে পানিতে ডুবে গেলে ছোট বোন লামিয়া আক্তার( ৭) কে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আজ শুক্রবার দুপুরে জেলার কলমাকান্দা উপজেলার প্রত্যন্ত এলাকার চিনাহালা নামক গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক বিশ্ব প্রিয় মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনায় পরিবারটিতে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে ঢাকা থেকে গ্রামের বাড়ি চানপুর থেকে খালুর বাড়ি চিনাহালা বেড়াতে যায় জোনাকি আক্তার (১০) ও লামিয়া আক্তার( ৭) দুই বোন। খালের পানিতে গোসল করতে নামলে জোনাকি ডুবে যায়। তাকে দেখে ছোট বোন লামিয়া পানিতে নামলে সেও ডুবে যায়।
এসময় আল-আমিন নামে অপর আরেক শিশুর চিৎকারে স্থানীয়রা এসে শিশু দুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জোনাকিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লামিয়ার অবস্থা আশঙ্কাজনক থাকায় উন্নত চিকিৎসার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয় ।
কমলাকান্দা থানার ওসি এটিএম মাহমুদুল হক সত্যতা নিশ্চিত করে জানান, শিশু জোনাকির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে কমলাকান্দা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছ |