Saturday, November 2, 2024
মূলপাতানেত্রকোনার সংবাদনেত্রকোনা সদর উপজেলাএখনো সেই তারুণ্য নির্ভর কন্ঠে স্লোগান তুললেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী

এখনো সেই তারুণ্য নির্ভর কন্ঠে স্লোগান তুললেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী

২০০৪ সালের নারকীয় গ্রানেড হামলার বিচার দাবীতে রাজপথে দলীয় নেতাকর্মীদের নিয়ে তারুণ্য নির্ভর স্লোগান তুললেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু এমপি।

রবিবার দুপুরে বিক্ষোভ মিছিলসহ দিনভর নানা কর্মসূচি পালন করেছে জেলা আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগসহ সহযোগী অঙ্গসংগঠনগুলো। নেত্রকোনা জেলা শহরের তেরিবাজার এলাকায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে দুপুর থেকে বিভিন্ন এলাকার খন্ড খন্ড মিছিল আসতে থাকে। পরে দলটির সাধারণ সম্পাদক সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরুর নেতৃত্বে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয় শহরে৷

এসময় ছাত্রলীগের সভাপতি রবিউল আওয়াল শাওন, সম্পাদক সোবায়েল আহমেদ ও যুবনেতা টিম নৌকার প্রধান সমন্বয়ক এ কে এম আজাহারুল ইসলাম অরুনের কর্মী সমর্থকদের বড় বড় তিনটি মিছিল শহর প্রদক্ষিণ করে।

সবগুলো মিছিলের নেতৃত্ব দানকারী প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু স্লোগান তুলে মিছিল নিয়ে ছোট বাজার কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েত হন। সেখানে নানা স্লোগান দিয়ে জানান দেন ষড়যন্ত্রকারীদের ঠাঁই নাই এই বাংলায়। সেই ১৯৭১ সালের তৎকালীন ছাত্রলীগের ভূমিকায় চলে গিয়ে নেতাকর্মীদের ভেতর এক ধরনের সাহস সঞ্চার করান এমন স্লোগান তুলে। তারুণ্যের প্রতীক হিসেবে সকল নেতাকর্মীরা তার স্লোগানে গলা মেলায়।

একসাথে বলে ওঠে শেখ হাসিনা এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে। শেখ হাসিনার ভয় নাই আমরা আছি ভাই ভাই। শেখ হাসিনা সংসদে আমরা আছি রাজপথে। টুঙ্গিপাড়ার মাজার থেকে যুদ্ধে যাবার ডাক এসেছে। যুদ্ধে এসো বীর জোয়ান, যায় যাবে যাক প্রাণ। এমন প্রাণ সঞ্চার করে অনেক বিদ্রোহী শ্লোগান।

এসময় জেলার সভাপতি মতিয়র রহমান খান, যুগ্ম সম্পাদক পৌর মেয়র নজরুল ইসলাম খান, নুর খান মিঠু, সাবেক এমপি আরিফ খান জয়, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান মানিকসহ সকল স্থরের শত শত নেতাকর্মী জমায়েতে শামিল হয়ে প্রতিবাদ সমাবেশ করে।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments