নেত্রকোনায় পহেলা বৈশাখে এবার সাতদিন ব্যাপী মেলার আয়োজন করেছে জেলা প্রশাসন।
বৈশাখ উদযাপনে প্রস্তুতি মূলক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বুধবার বিকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সকল সংগঠনের সমন্বয়ে পহেলা বৈশাখ উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসনের আয়োজনে জেলা শহরের মোক্তারপাড়ায় পুরাতন কালেক্টরেট প্রাঙ্গণে সকাল থেকে বর্ষবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। চলবে সাতদিন ব্যাপী মেলা।
এছাড়াও সকালে সোয়া ছয়টায় রাখি বন্ধনের মধ্য দিয়ে বর্ষবরণ করা হবে। পরে জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ গানের মধ্য দিয়ে শুভ সূচনা হবে।
পরবর্তীতে কালেক্টরেট মাঠ থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে মেলা উদ্বোধন করবেন জেলা প্রশাসক শাহেদ পারভেজ।
জেলা প্রশাসক জানান, সরকার নতুন প্রজন্মকে মানবিক এবং মেধাবী নাগরিক হিসেবে গড়ে তুলতে চেষ্টা করছে। এর জন্য খেলাধুলা, সংস্কৃতি চর্চার বিকল্প নেই। তাদেরকে এসবের দিকে ধাবিত করতে হবে। তাহলে দেখা যাবে নেশাসহ অন্যায় অপরাধে জড়াবে না। গ্রামীণ ঐতিহ্যের সাথে পরিচিত করানো প্রয়োজন তাদেরকে। সভায় উপস্থিত ছিলেন এডিসি (সার্বিক) রাফিকুজ্জামান, এএসপি (বিশেষ শাখা) মো. লুৎফর রহমান সহ অন্যারা।
অন্যদিকে শহরের কচিকাঁচা মেলা প্রাঙ্গণ থেকেও আনন্দ শোভাযাত্রা বের করবে মিতালি সংঘ।