প্রান্ত সাহা বিভাস কলমাকান্দা
নেত্রকোনার কলমাকান্দায় বিশেষ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলেকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে পাঁচটি রামদা জব্দ করা হয়। রোববার রাতে উপজেলার পোগলা ইউনিয়নের রানীগাঁও গ্রামে বিশেষ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, উপজেলার পোগলা ইউনিয়নের রানীগাঁও গ্রামের মৃত আব্দুর রহমান মন্ডলের ছেলে সালাম মন্ডল (৫৩) ও তার ছেলে মো. হেলিম মন্ডল (২৪)।
কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ লুৎফুল হক বলেন, প্রতিনিয়ত বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় রোববার রাতে রানীগাঁও গ্রাম থেকে পাঁচটি রামদাসহ দুই জনকে আটক করা হয়। পরে সোমবার দুপুরে আটককৃতদের নেত্রকোনা জেলা আদালতে পাঠানো হয়েছে।