Thursday, March 28, 2024
মূলপাতানেত্রকোনার সংবাদকলমাকান্দা উপজেলাকলমাকান্দা সীমান্তে ক্ষুদ্র নৃ-ত্বাত্তিক গোষ্ঠীর ২৫০ পরিবারে কম্বল বিতরণ

কলমাকান্দা সীমান্তে ক্ষুদ্র নৃ-ত্বাত্তিক গোষ্ঠীর ২৫০ পরিবারে কম্বল বিতরণ

নিজেস্ব প্রতিবেদক…

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সীমান্ত লেঙ্গুরা ইউনিয়নের ১৪ টি গ্রামের ক্ষুদ্র নৃ-ত্বাত্তিক গোষ্ঠীর ২৫০ পরিবারে কম্বল বিতরণ করেছে রক্তদাতা সংগঠনের সদস্যরা। সংযোগের উদ্যোগে তারা শুক্রবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভরতপুর, তাঁরানগর, কাউবাড়ি, গাজীকোনা, জগন্নাথপুর, তকলেকবাড়ি, বালুচড়া, চেঙ্গী, ফুলবাড়ি, কাঠালবাড়ি, নলচাপড়া, উদাপাড়া, গোপালবাড়ি, লেঙ্গুরায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।

উপজেলার লেঙ্গুরা ইউনিয়নের বালুচড়া ক্যাথলিক মিশনে “ফাদার যোসেফ চিসিম (পাল পুরতিত) এর উপস্থিতিতে এসকল কম্বল বিতরণ করা হয়।

স্বেচ্ছাসেবী সংগঠন সংযোগ, কানেক্টিং পিপল, সৌহার্দ্য (বুয়েট ব্যাচ ৯৯’র বন্ধুদের গুরুপ) লিনডেক্স (ইউরোপের বিখ্যাত ফ্যাশন ব্রান্ড) এর অর্থায়নে “রক্তদানে নেত্রকোনা” স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় ইউনিয়নের ১৪ টি গ্রামের ২৫০ হতদরিদ্রদের মাঝে কম্বল গুলো বিতরণ করেন স্বেচ্ছাসেবীরা।

রক্তদানে নেত্রকোনা পরিবারের স্বেচ্ছাসেবী শেখ অলি আহম্মেদ রনি জানান, তারা যে কোন ধরনের রোগীর জরুরি রক্ত প্রয়েয়াজন হলে তা দিয়ে যাচ্ছে গত কয়েক বছর ধরেই।

ফেইসবুক গুরুপে অথবা কারো মাধ্যমে জানতে পারলে ঠিকানা নিয়ে নিজে উপস্থিত হয়ে রোগীকে রক্ত দিয়ে আসছেন তাদের স্বেচ্ছাসেবকরা।

শুধু তাই নয় এবার করোনাকালে খাদ্য বিতরণ, বন্যায় খাদ্য বিতরণ, মাস্ক বিতরণসহ জনসচেতনতায় কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ২০ নভেম্বরে শীতের শুরুতেই বারহাট্টার ৬টি গ্রামে ১ম কম্বল বিতরণ কার্যক্রম করা হয়।

যেহেতু এবার করোনার মহামারী সে কারণেই মানুষকে আগে ভাগেই শীতের ভয়াবহ থেকে বাঁচাতে খুঁজে গিয়ে দুর্গম এলাকায় পৌঁছে দেয়া হচ্ছে কম্বল। এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

 

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments