হুমায়ুন কবির কেন্দুয়া:
নেত্রকোনার কেন্দুয়ায় আশ্রয়ণ-২ প্রকল্পের উপকার ভোগীদের সাথে মত বিনিময় ও ত্রান বিতরণ করা হয়েছে।
মুজিব শতবর্ষে নেত্রকোনার জেলার কেন্দুয়ায় আশ্রয়ণ-২ প্রকল্পের উপকার ভোগীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার (৩১জুলাই) বিকালে উপজেলার ৮নং বলাইশিমুল ইউনিয়নের ভরাপাড়া ও ১০নং কান্দিউড়া ইউনিয়নের কুন্ডুলী গ্রামে অবস্থিত আশ্রয়ণ-২ প্রকল্পের উপকার ভোগীদের সাথে মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো.মইনউদ্দিন খন্দকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ আ’লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল।
এছাড়াও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.নুরুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি খবিরুল আহসান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুল হক ভূইয়া, কেন্দুয়া থানার ওসি কাজী শাহ নেওয়াজ, প্রকল্প বাস্তবায়ন কর্মর্কতা মেহেদী হাসান মৃধা প্রমুখ। পরে প্রধান অতিথি অসীম কুমার উকিল আশ্রয়ণ প্রকল্পের উপকার ভোগীদের মাঝে ত্রানসামগ্রী বিতরণ করেন।।