হুমায়ুন কবির, কেন্দুয়া:
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের জয়কা সাতাশী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি শহিদুল হক ফকির বাচ্চু মিয়ার স্ত্রী কামরুনাহার লিপি কে এডহক কমিটির সভাপতি না করার প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন করেছে।
সোমবার দুপুরে জয়কা সাতাশী উচ্চ বিদ্যালয়ের পাশের সড়কে এ মানববন্ধন করেন স্থানীয় লোকজন। নববন্ধন চলাকালীন সময় এলাকাবাসী বলেন, উক্ত বিদ্যালয়ের সাবেক সভাপতি শহিদুল হক ফকির বাচ্চু মিয়া বিদ্যালয়ের সভাপতি দায়িত্বে থাকাকালীন সময় বিদ্যালয়ের কোন উন্নয়ন হয়নি। বরং তিনি দুর্নীতি করেছে যে কারণে বিদ্যালয়ের কোন উন্নয়ন করতে পারনি।
এখন তার স্ত্রী কামরুনাহার লিপিকে এডহক কমিটির সভাপতি করা হচ্ছে। এবারও বিদ্যালয় টি উন্নয়নের মুখ দেখবেনা বলে এলাকাবাসীর বক্তব্যে তুলে ধরেন।
বিদ্যালয়ের উন্নয়নের স্বার্থে এলাকাবাসী জানান, সাবেক সভাপতি দুর্নীতিবাজ শহিদুল হক ফকির বাচ্চুর স্ত্রী এডহক কমিটির সভাপতি না করার প্রতিবাদ জানিয়ে তারা এ মানববন্ধন করেছেন।
এলাকাবাসী এ মানববন্ধনে মাধ্যমে স্থানীয় সংসদ অসীম কুমার উকিল’র দৃষ্টি আকর্ষণ করে বলেন,বিদ্যায়লের উন্নয়নের স্বার্থে ক্যাচ মেন্ট এরিয়ার ভিতরে যেন একজন ভালো ব্যক্তিকে কমিটির সভাপতি করা হয়।
এ বিষয়ে জানতে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি শহিদুল হক ফকির বাচ্চু মিয়া মোবাইল ফোনে বলেন, তিনি বিদ্যালয়ের দায়িত্বে থাকাকালীন সময় বেশ কিছু উন্নয়ন করেছেন। তার মধ্যে বিদ্যালয়ে একটি নতুন ভবন করা হয়েছে। এছাড়াও আরো দুইটি নতুন ভবন নির্মাণের জন্য চাহিদা দেয়া হয়েছে।
তিনি আরো বলেন, স্থানীয় সংসদ সদস্য অসীম কুমার উকিল মহোদয়, কামরুনাহার লিপি কে এডহক কমিটির সভাপতি হিসেবে ডিও লেটার দিয়েছে।