হুমায়ুন কবির, কেন্দুয়া:
করোনা ভ্যাকসিনেশনের হার বৃদ্ধির লক্ষে ইউনিয়ন কমিটি,ওয়ার্ড কমিটি এবং মোবিলাইজেশন টিম ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মসজিদে ইমাম এবং কৃষকদের সাথে নেত্রকোনা জেলার কেন্দুয়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরের উপজেলার মোজাফরপুর ইউনিয়ন পরিষদের সামনে এ মতবিনিময় সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এন.এ.এম জাহাঙ্গীর চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নেত্রকোনা জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.নুরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মইনউদ্দিন খন্দকার, উপজেলা কৃষি কর্মকর্তা এ.কে.এম শাহজাহান কবির, কেন্দুয়া থানার ওসি কাজী শাহ নেওয়াজ, মোজাফরপুর ইউনিয়নের নর্বনির্বাচিত চেয়ারম্যান মো.জাকির আলম প্রমুখ। এছাড়াও করোনা ভ্যাকসিনেশনের নিয়ে স্থানীয় গন্যমান্য ব্যক্তি,কৃষক, মসজিদের ইমাম ও ইউপি সদস্য প্রমুখ বক্তব্য রাখেন।