হুমায়ুন কবির, কেন্দুয়া:
নেত্রকোনা জেলার কেন্দুয়ায় উপজেলা ছাত্রলীগের উদ্যোগে “কাঁদতে আসিনি, ফাসির দাবি নিয়ে এসেছি” এই স্লোগানকে সামনে রেখে ১৫ ও ২১ আগস্টে ঘটে যাওয়া নারকীয় হত্যাকান্ডে জড়িতদের দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করার দাবীতে কেন্দুয়া প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন কেন্দুয়া উপজেলা ছাত্রলীগ। সোমবার বিকালে কেন্দুয়া-নেত্রকোনা সড়কে কেন্দুয়া প্রেসক্লাবের সামনে ছাত্রলীগ নেতা আফরিদ জাহান স্বপনের নেতৃত্বে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। জেলা ছাত্রলীগের প্রেস ব্রিফ্রিং এর সাথে একাত্মতা ঘোষনা করে তারা এ মানব বন্ধন করেছে।
এ সময় বক্তব্য রাখে ছাত্রলীগ নেতা আফরিদ জাহান খান স্বপন,রবিন খান,বিজয় প্রমুখ। মানববন্ধন চলাকালীন সময় বক্তারা বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় জড়িতদের অবিলম্বে দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকরের দাবী জানানো হয়।