হুমায়ুন কবির, কেন্দুয়া:
নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়নের কালিয়ান বিলে দেশীয় প্রজাতির পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেছেন, বাংলাদেশ আ’লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও নেত্রকোনা-৩ কেন্দুয়া-আটপাড়া আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল।
শনিবার (১২জুন) ২০২০-২০২১ অর্থবছরের ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-(এন এ টিপি-২) জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রম এর প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন, অসীম কুমার উকিল এমপি।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার বাস্তবায়নে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচিতে এসময় উপস্থিত ছিলেন, কেন্দুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান- মোঃ নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ এবং কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূইঁয়া, সাধারন সম্পাদক ও পৌর মেয়র মোঃ আসাদুল হক ভূইঁয়া, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাজ্জাদ হোসেন, অফিসার ইনচার্জ কাজী শাহনেওয়াজ প্রমুখ।