Wednesday, November 13, 2024
মূলপাতানেত্রকোনার সংবাদকেন্দুয়া উপজেলাকেন্দুয়ায় তিনদিন ব্যাপী কৃষি মেলা অনুষ্ঠিত

কেন্দুয়ায় তিনদিন ব্যাপী কৃষি মেলা অনুষ্ঠিত

হুমায়ুন কবির, কেন্দুয়া:
নেত্রকোনার কেন্দুয়ায় তিনদিন ব্যাপী কৃষি মেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে স্থানীয় সংসদ সদস্য অসীম কুমার উকিল মেলার উদ্বোধন করেন। এসময় উপজেলা পর্যারে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পরে প্রধান অতিথি মেলায় বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এ মেলা মঙ্গলবার থেকে শুরু হয়ে আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে। কেন্দুয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে-বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায়- এ কৃষি মেলা অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা এ.কে. এম মো.শাহজাহান কবির বলেন, কৃষি মেলা ফলজ, বনজ ও ঔষধী মিলে ১২ টি স্টল মেলায় অংশগ্রহণ করেছেন। এ মেলা আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments