হুমায়ুন কবির, কেন্দুয়া:
নেত্রকোনার কেন্দুয়া পৌরসদরের আদমপুর পন্ডিত এন্ড খান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে রোববার (৭ নভেম্বর) বিকালে ক্রিকেট খেলছিল একদল বালক।
তাদের খেলার বল চলে যায় মাঠের পাশের ধান ক্ষেতে। বল খুঁজতে গিয়ে ছেলেরা দেখতে পায় ক্ষেতের আ’লে পড়ে থাকা জীবিত এক নবজাতক ছেলে শিশু। তারা নবজাতক শিশুটিকে নিয়ে আসে ৩শ গজ দূরের কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে পরিপুষ্ট সুন্দর নবজাতক শিশুটিকে এক নজর দেখতে হাসপাতালে ভিড় করেন আশপাশের নারী-পুরুষ। এসময় শিশুটিকে দত্তক নিতে আগ্রহী হন অনেকে।
এ বিষয়ে কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মইনউদ্দিন খন্দকার, ওসি কাজী শাহনেওয়াজ, সমাজসেবা কর্মকর্তা ইউনুস রহমান সাংবাদিকদের তারা জানান, হাসপাতালে প্রতিনিধি পাঠানো হয়েছে। খোঁজ নেওয়া হচ্ছে অভিভাবকের। এরই মধ্যে ঢাকার আজিমপুর ছোটমণি নিবাসে কথা বলা হয়েছে। শিশুটি রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই থাকবে। সোমবার প্রয়োজনিয় ব্যবস্থা নেওয়া হবে।