হুমায়ুন কবির, কেন্দুয়ায়.
এক কালের খরস্রোতা পাটেশ্বরী নদী এখন প্রভাবশালীদের দখলে। নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়নের বেজগাঁও স্থানে পাটেশ্বরী নদীতে ভিক্ষু মেশিন দিয়ে মাটি কেটে অবৈধ ভাবে বাঁধ দেওয়ার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে সায়েম নামের এক ব্যক্তিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন কেন্দুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি)খবিরুল আহসান।
এ বিষয়ে শুক্রবার (৫ফেব্রুয়ারী)সহকারী কমিশনার (ভূমি)খবিরুল আহসান বলেন,উপজেলার বলাইশিমুল ইউনিয়নের বেজগাঁও স্থানে পাটেশ্বরী নদীতে ভিক্ষু মেশিন দিয়ে মাটি কেটে আড়া আড়ি ভাবে অবৈধ বাঁধ দেওয়ার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে সায়েম মিয়াকে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
এ সময় মোবাইল কোর্ট পরিচালনা কাজে
সহযোগিতা করেন কেন্দুয়া থানার পুলিশ সদস্যরা।