নেত্রকোনায় সামাজিকভাবে নারী নির্যাতনের বিরুদ্ধে কাজ করে যাওয়া সংগঠনটির কেন্দুয়া উপজেলা কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে দ্বিতীয় অধিবেশনে প্রস্তাব সমর্থনের মাধ্যমে জেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি এডভোকেট দিলোয়ারা বেগমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাংবাদিক আলপনা বেগম সম্মেলন পরিচালনা করে মনোনীতদের নাম ঘেষণা করেন।
কেন্দুয়া উপজেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটিতে তৃতীয় বারের মত সভাপতি মনোনীত হয়েছেন সর্বজন শ্রদ্ধেয় প্রবীণ শিক্ষক রহিছ উদ্দিন (মাস্টার) ও সাধারণ সম্পাদক কল্যাণী হাসান। বৃহস্পতিবার দুপুর থেকে কেন্দুয়া সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে এ সম্মেলনের আয়োজন করে উপজেলা আহ্বায়ক কমিটি।
এতে কেন্দুয়া উপজেলার চারটি ইউনিয়নের ইউপি সাবেক এবং বর্তমান চেয়ারম্যান সহ উপজেলা কমিটির আহ্বায়ক কমিটি ও মুল কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে কেন্দুয়া উপজেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির আহবায়ক মোজাফফরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি দিদারুল ইসলামের সভাপতিত্বে এবং জহিরুল ইসলাম জহিরের সঞ্চালনায় প্রথম অধিবেশনে সাবেক কমিটির প্রতিবেদন উপস্থাপন করা হয়। সম্মেলনে সার্বিক সহযোগিতা করে কেন্দুয়া স্বাবলম্বী উন্নয়ন সমিতির কর্মকর্তাগণ।