“সোনালী আঁশের সোনার দেশ, মুজিববর্ষে বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে। উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং প্রকল্পভূক্ত। পাট উৎপাদনকারী চাষীদের নিয়ে নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার ১শত পাট চাষীদের নিয়ে মঙ্গলবার এক দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। পাট অধিদপ্তর ও উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো,নুরুল ইসলাম।বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ভূইয়া।
এছাড়াও পাট চাষীদের পাট চাষের প্রশিক্ষণ বিষয়ের উপর বক্তব্য রাখেন, জেলা পাট কর্মকর্তা নাজমুল আলম চৌধুরী, জেলা উপ-সহকারী কৃষি সম্প্রসারন কর্মকর্তা এস এম মোবারক আলী প্রমুখ। পরে পাট বীজ উৎপাদন কারী কয়েকজন কৃষকের মাঝে সার ও স্পে মেশিন বিতরন করা হয়।