হুমায়ুন কবির, কেন্দুয়া:
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের আটিগ্রামে আবুল হাসান রুবেল মিয়ার, তিন বছরের রবিউল হাসান তামিম নামে এক শিশু পানিতে পড়ে মৃত্যু হয়েছে।
ঘটনাটি শুক্রবার (১০ সেপ্টেম্বর) সান্দিকোনা ইউপির আটিগ্রামে ঘটেছে।
স্থানীয় সুত্রে জানা গেছে,আবুল হাসান রুবেল মিয়ার, শিশু পুত্র রবিউল হাসান ওরফে তামিম বাড়ির পাশে খেলার ছলে ডুবায় পড়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কেন্দুয়া থানা ওসি কাজী শাহ নেওয়াজ সাংবাদিকদের জানান, শিশুটির পরিবারে আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ দাফন কাজ করার অনুমিত দেয়া হয়েছে।