Sunday, October 13, 2024
মূলপাতাঅন্যান্যকেন্দুয়ায় পৌরসভা নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে প্রশাসনের মতবিনিময়

কেন্দুয়ায় পৌরসভা নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে প্রশাসনের মতবিনিময়

হুমায়ুন কবির কেন্দুয়া.
আসন্ন শনিবার (১৬ জানুয়ারী) অনুষ্ঠিত হতে যাচ্ছে নেত্রকোনা জেলার কেন্দুয়া পৌরসভা নির্বাচন এ উপলক্ষে নির্বাচনকে সামনে রেখে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ জানুয়ারী) বিকালে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা আব্দুল লতিফ শেখ’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মো.সোহেল মাহমুদ বলেন,ফেয়ার নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রতিটি কেন্দ্রে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী সদস্য থাকবে।
নির্বাচনে কেউ প্রভাব খাটাতে পারবেন না। ইভিএমে একজনের ভোট দেয়া কিংবা কোন রকম অনিয়মের সুযোগ নেই। একদম ফেয়ার নির্বাচন হবে এতে কোন সন্দেহ নেই।

এ সময় অন্যদের মাঝে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মো.আকবর আলী মুন্সি, ইউএনও মো. মইনউদ্দিন খন্দকার, ওসি কাজী শাহ নেওয়াজ,আওয়ামীলীগ দলীয় মেয়র প্রার্থী আসাদুল হক ভূঞা, বিএনপি দলীয় মেয়র প্রার্থী শফিকুল ইসলাম,কাউন্সিল প্রার্থী সিরাজুল ইসলাম সুকন প্রমূখ।

উল্লেখ্য. মেয়র পদে দুই দলের দুই প্রার্থী এছাড়া সংরক্ষিত নারী ৩টি আসনে ১৩ জন প্রার্থী আর ৯টি ওয়ার্ডে ৩৪ জন প্রার্থী সাধারন কাউন্সিল পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments