হুমায়ুন কবির, কেন্দুয়া:
“মুজিববর্ষে অঙ্গীকার করি, সোনা বাংলা সবুজ করি” এই প্রতিপাদ্যে এবারের জাতীয় বৃক্ষরোপণ অভিযান -২০২১ ও বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়েছে।
বাংলাদেশকে সবুজে শ্যামলে ভরিয়ে দিতে জনগণকে উজ্জীবিত করার প্রত্যয়ে আজ শনিবার (৫জুন) কেন্দুয়ার ছাত্রলীগ নেতা এহশানুল হক শাফিমের নির্দেশে কেন্দুয়া পৌরসভার কান্দিউড়া মহল্লার প্রয়াত “আব্দুর রহমান ভূঞা সড়কে”র পাশে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপন করে দিবসটি পালন করা হয়।
মুজিববর্ষে বৃক্ষরোপণ করে বাংলাদেশকে সবুজ শ্যামলে ভরিয়ে দেওয়ার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়নে কাজ করে যাওয়ার দীপ্ত শপথ নিয়ে বৃক্ষরোপনে অংশ নেন সৌরভ, বাশার, মামুন, রিয়েল, রাকিব, ফয়সাল, আকাশ, প্রিন্স, মেহেদী, আকিদুল, মুরাদ ও ইকরামসহ কেন্দুয়া উপজেলা ছাত্রলীগের প্রমুখ নেতৃবৃন্দ।