হুমায়ুন কবির, কেন্দুয়া:
যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেখ রাসেল দিবস উদযাপন করা হয়েছে নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলায়।
সোমবার সকাল থেকে কেন্দুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেল দিবসের কর্মসূচির মধ্যে ছিল শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, কুইজ প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা, জাতীয় পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠান প্রজেক্টরের মাধ্যমে সরাসরি সম্প্রচার, কেক কাটা ও শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদ্যম্য আত্মবিশ্বাস, দিবসের প্রতিপাদ্য ভিত্তিক আলোচনা সভা ও বিজয়ীদের পুরষ্কার বিতরণ,পরে সাংস্কৃতিক অনুষ্ঠান।
এছাড়াও শেখ রাসেল দিবস উপলক্ষে উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে শিশু কিশোরদের মাঝে ১শ তালের চারা বিতরন, বিভিন্ন সড়কের পাশে চারা রোপণ এবং মিলাদ দোয়া মাহফিল ও প্রার্থনা।
অপরদিকে কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে শেখ রাসেল দিবস উপলক্ষে কর্মসূচির মধ্যে ছিল শেখ রাসেল প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, কেক কাটা, আলোচনা সভা, দোয়া মাহফিল, কবিতা আবৃতি, পুরস্কার বিতরন ও গাছের চারা রোপন।
এছাড়াও কেন্দুয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেখ রাসেল দিবস উদযাপন করা হয়েছে।