হুমায়ুন কবির, কেন্দুয়া:
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় রাস্তা পারাপারের সময় সিএনজি চাপায় নূর বানু (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। রোববার (৩ অক্টোবর) দুপুরে কেন্দুয়া-নেত্রকোনা সড়কের সেনের বাজার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নূর বানু কেন্দুয়া উপজেলার হরিয়ামালা টেংগুরী গ্রামের মৃত আব্দুল গফুরের স্ত্রী। স্থানীয় কেন্দুয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহ নেওয়াজ এ তথ্য নিশ্চিত করেন।
ওসি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ ঘটনায় অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে পুলিশ ও স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, ঘটনার সময় নূর বানু বাড়ির পাশে সেনের বাজারে থাকা তার ছেলের দোকান থেকে বাড়িতে যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিলেন। এ সময় নেত্রকোনা থেকে ছেড়ে আসা কেন্দুয়াগামী একটি সিএনজি নূর বানুকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে দ্রুত তাকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক নূর বানুকে মৃত ঘোষণা করেন।