হুমায়ুন কবির, কেন্দুয়া
নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলায় নেত্রকোনা জেলা পরিষদ সদস্য মোস্তাফিজুর রহমান সেলিমের উদ্যোগে শীতার্ত মানুষে মাঝে কম্বল বিতরণ করেছেন।
এছাড়াও সোমবার (২৫ জানুয়ারী) বিকালে জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমানের উদ্যোগে উপজেলা মাসকা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মানিক মিয়ার মৃত্যুতে পরিষদের হল রুমে এক দোয়াও মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন মাসকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান খোকামনি,ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমান খান পাঠান,ইউপি সকল সদস্যবৃন্দ ও উপজেলা যুবলীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলামসহ এলাকার গণ্য মান্য বক্তিবর্গ।
পরে নেত্রকোনা জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান সেলিমের উদ্যোগ এলাকার বয়স্ক,আসহায়, গরীব,মানুষের মাঝে কম্বল করেন।
এ সময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ যাতে করে কোন এলাকার একটি মানুষ ও শীতে কষ্ট না করে,তাই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ মতে আমি আমার এলাকায় ঘুরে ঘুরে শীর্তার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করে যাচ্ছি।