Monday, April 15, 2024
মূলপাতানেত্রকোনার সংবাদকেন্দুয়া উপজেলাকেন্দুয়ায় ৪১৬ জন শিক্ষার্থী অংশগ্রহণে মানব পতাকা

কেন্দুয়ায় ৪১৬ জন শিক্ষার্থী অংশগ্রহণে মানব পতাকা

হুমায়ুন কবির, কেন্দুয়া:
নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং ফেসবুকভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যম ‘তৃষিতপুর’ সংগঠনের কারিগরি সহযোগিতায় ৪১৬ জন শিক্ষার্থী অংশগ্রহণে দেশের অন্যতম বৃহৎ মানব পতাকা বিনির্মাণের মাধ্যমে কেন্দুয়া উপজেলায় ঐতিহাসিক এই মানব পতাকা নির্মাণ ও প্রদর্শনে মাধ্যমে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে ঐতিহাসিক এই মানব পতাকা নির্মাণ ও প্রদর্শনে অংশগ্রহণ করেন কেন্দুয়া পৌরশহরের সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪১৬ জন শিক্ষার্থী।

এসময় কেন্দুয়া উপজেলা প্রশাসনসহ সর্বস্তরের জনগণের উপস্থিতিতে ঐতিহাসিক এই মানব পতাকা প্রদর্শন করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো: মইনউদ্দিন খন্দকার বলেন, ‘বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস-২০২১ উদযাপনকে স্বরণ রাখতে মানব পতাকা প্রদর্শনের আয়োজন করা হয়েছে।

মানব পতাকা কর্মসূচি সফল করতে সাবেরুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪১৬ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করেন। কারিগরি ও সার্বিক সহায়তায় করেছেন সামাজিক সংগঠন ‘তৃষিতপুর’।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments