হুমায়ুন কবির, কেন্দুয়া:
স্বাস্থ্য বিধি মেনে নতুন কোন করারোপ ছাড়াই নেত্রকোনার কেন্দুয়া পৌরসভার ২০২১-২০২২ অর্থ বছরের ১৫কোটি ২৩লাখ ৩৫হাজার ৮শত ২২টাকার বাজেট ঘোষনা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে পৌরসভার সম্মেলন কক্ষে পৌরসভার কাউন্সিল বৃন্দ ও সাংবাদিকদের উপস্থিতিতে এ বাজেট ঘোষনা করেন পৌর সচিব দেবাশীষ দাস। এতে সভাপতিত্ব করেন পৌরসভার মেয়র আসাদুল হক ভূইয়া।
এবারের বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ১ কোটি ৮৫ লাখ ৯ হাজার ৮৩০ টাকা এবং রাজস্ব ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৮৪ লাখ ৯ হাজার ৮৩০ টাকা। আর উদ্বৃত্ত দেখানো হয়েছে ১ লাখ টাকা।
পরে পৌরসভা চত্বরে করোনা ভাইরাস মোকাবেলায় পথচারীদের মাঝে মাস্ক বিতরন করা হয়। এসময় পৌরসভার কর্মকর্তা কর্মচারীসহ কাউন্সিল বৃন্দরা উপস্থিত ছিলেন।।