সোহান আহমেদ কাকন, নেত্রকোনা: কারাবন্দী সাংবাদিক মুশতাক আহমেদকে হত্যার প্রতিবাদে ও কেন্দ্রীয় ছাত্রদলের বিক্ষোভ সমাবেশে পুলিশি হামলার প্রতিবাদে নেত্রকোনায় বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল।
সোমবার দুপুরে পৌর শহরের কুড়পাড় এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা।
মিছিল শেষে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ করে গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসূচিতে নেতা-কর্মীদের ওপর পুলিশি হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ হোসেন বাবু, সাধারণ সম্পাদক অনিক মাহমুদ চৌধুরী, পৌর ছাত্রদল নেতা মশিউর রহমান বাপ্পী সহ আরো অনেকেই।
এ ছাড়াও সাংবাদিক মোশতাক আহমেদের কারাগারে মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক বিচার দাবি করেন নেতাকর্মীরা।