হুমায়ুন কবির, কেন্দুয়া: আসন্ন ১৬ জানুয়ারী জেলার কেন্দুয়া পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মানুষের মাঝে নির্বাচনী আমেজ বিরাজ করছে। সকাল থেকে রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন নির্বাচনে অংশ নেয়া প্রার্থীরা।নির্বাচনকে কেন্দ্র করে কেন্দুয়া পৌর এলাকার প্রতিটি অলিগলি, দোকানের সামনে, ফাকা জায়গায়, বাড়ির সম্মুখে ছেয়ে গেছে সাদা কালো বিভিন্ন স্লোগান সম্বলিত পোস্টারে। সেই সাথে চলছে প্রতিটি প্রার্থীদের ভোট প্রার্থনা ও নিয়মিত উঠান বৈঠক।
এছাড়াও কেন্দুয়া পৌর আ.লীগ আয়োজিত সম্প্রতি এক কর্মীসভায় যোগ দিয়েছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী( নাদেল)। তিনি আগামী ১৬ই জানুয়ারী পৌরসভার নির্বাচনে নৌকার জয় নিশ্চিত করার লক্ষ্যে নৌকা মার্কায় ভোট চাইলেন পৌর বাসীর কাছে।
বিভেদ ভুলে দলের সকলকে এক হয়ে কাজ করার জন্যেও দলীয় কর্মীদের নির্দেশনা প্রদান করে গেছেন তিনি।এদিকে কেন্দুয়া পৌর নির্বাচনে মেয়র পদে মাত্র দুইজন প্রার্থী প্রতিদ্বন্দিতায় মাঠে নেমেছেন।
তাদের মধ্যে আওয়ামী লীগ থেকে নৌকা মার্কার মনোনয়ন পেয়েছেন কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মো.আসাদুল হক ভুইয়া। অপর দিকে বিএনপি থেকে ধানের শীষের মনোনয়ন পেয়েছেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম।
নির্বাচনে সাধারণ কাউন্সিলর পদে ৩৫জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৩ জন। বিভিন্ন প্রতীকে নারীরা স্বতঃস্ফূর্ত প্রতিদ্বন্দিতা মূলক প্রচার প্রচারণা চালিয়েছেন।
উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়, কেন্দুয়া পৌরসভায় নারী পুরুষ মিলে মোট ভোটার রয়েছেন ১৬ হাজার ২৫৬জন। তাদের মধ্যে পুরুষ ৭ হাজার ৯ ৯৮ জন এবং ৮ হাজার ২ শত ৫৭ জন।
৯ টি ওয়ার্ডের ৯ টি কেন্দ্রেই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ঢালী জানান, কেন্দুয়ায় ইভিএম মেশিনের মাধ্যমে ভোট গ্রহণ হবে।