হুমায়ুন কবির, কেন্দুয়া:
নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলায় বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিজ্ঞ আইনজীবী, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক, সাবেক ছাত্রনেতা মো: আব্দুল মতিন অ্যাডভোকটের নিজ্স্ব উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত হয়।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে তিনি তাঁর পৌর শহরের নিজ বাসভবন ‘আয়েশালয়’ -এ দোয়া মাহফিল ও মিলাদের আয়োজন করেন।
রোববার সন্ধ্যায় উনার বাসায় দোয়া মাহফিল ও মিলাদে বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও পৌরসভার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতা কর্মীরা অংশ গ্রহন করেন।
এর আগে সকালে উনার ভক্ত অনুসারী দলীয় নেতা-কর্মীরা উনার বাসায় একত্রিত হয়ে উপজেলা আওয়ামীলীগ আয়োজিত শোক র্যালীতে অংশগ্রহণ করে এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে।