সুনামগঞ্জের শাল্লায় সাম্প্রদায়িক নিপীড়নের শিকার, ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার ঝুমন দাসের মুক্তির দাবীতে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ করেছে উদীচী নেত্রকোনা শাখা।
বুধবার বিকাল পাঁচটায় শহরের ছোটবাজার স্থানীয় শহীদ মিনারের সামনের সড়কে এই কর্মসূচী পালন করে। এসময় প্রতিবাদী গান দিয়ে সমাবেশের সূচনা করা হয। গান পরিবেশন করেন উদীচী শিল্পী গোষ্ঠীর নিজস্ব শিল্পীরা। এছাড়াও সমাবেশে নানা শেণি পেশার মানুষ অংশ নেয়। প্রতিবাদী গানের ফাঁেক ফাঁকে চলে বক্তৃতা।
উদীচী জেলা শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান খানের সভাপতিত্বে ঘনটাব্যাপী সমাবেশে সঞ্চলনা করেছেন সংগঠনের সাধারণ সম্পাদক অসীত ঘোষ।
এতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শ্যামলেন্দু পাল, বেসরকারী সংস্থা স্বাবলম্বী উন্নয়ন সমিতির প্রকল্প পরিচালক স্বপন পাল, উদীচীর সহ সভপতি শিক্ষক হারাধন সাহা, জেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক আলপনা বেগম, উদীচীর সাবেক সাধারণ সম্পাদক নীলম বিশ্বাস রাতুল, নেত্রকোনা জেলা আওয়ামী মহিলা যুবলীগের সভাপতি অনিতা নন্দী, নারী প্রগতি সংঘের উন্নয়ন কর্মকর্তা কল্পনা ঘোষ, উদীচীর সহ সাধারণ সম্পাদক মো. আলমগীর, ছাত্র ইউনিয়নের জেলা শাখার সভাপতি পার্থ প্রতিম সরকার প্রমুখ।