Saturday, September 14, 2024
মূলপাতানেত্রকোনার সংবাদখালিয়াজুরী উপজেলাটিকার ২য় ডোজ নিয়েও করোনায় আক্রান্ত খালিয়াজুরী ইউএনও

টিকার ২য় ডোজ নিয়েও করোনায় আক্রান্ত খালিয়াজুরী ইউএনও

স্বাগত সরকার শুভ, খালিয়াজুরী:
টিকার দ্বিতীয় ডোজ নিয়েও নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এএইচএম আরিফুল ইসলাম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মোঃ আতাউল গনি ওসমানী গণমাধ্যম কর্মীদের এই তথ্যটি নিশ্চিত করেছেন। গত বৃহস্পতিবার(৮ জুলাই)খালিয়াজুরী

স্বাস্থ্য বিভাগ ৬ জনের নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে পাঠায়। ওই নমুনা রিপোর্টে গত রবিবার (১১জুলাই) ইউএনও’সহ তিনজনের করোনা পজিটিভ বলে নিশ্চিত করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার এএইচএম আরিফুল ইসলাম মোবাইল ফোনে বলেন, গত তিন চার দিন ধরে শরীর ব্যথা’সহ সর্দি-জ্বর ছিল। কিছুটা সমস্যা হলেও এখন ভালো আছি।গতকাল রবিবার নমুনা পরীক্ষার ফল পেয়ে এ বিষয়ে নিশ্চিত হয়েছি।সবার কাছে দোয়া কামনা করেছেন তিনি। ইউএনও আরিফুল ইসলাম করোনা সম্মুখযোদ্ধা হিসেবে পরিচিত। তিনি হাওর এলাকায় করোনা রোগীদের খোঁজখবর ও তাদের পরিবারকে সহায়তা’সহ বিভিন্ন সেবামূলক কাজ করে প্রশংসিত হন।।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments